• ঘরে বসে নিজেই তৈরি করুন ইনকিউবেটার

    কৃত্তিম ভাবে ডিমে তাপ দেয়ার যন্ত্রকে ইনকিউবেটর বলে।এ যন্ত্রটি ঘরে বসেও বানানো যেতে পারে।এটি তৈরীকরতে লাগবে:
    *কাঠের বাক্স
    *৬০ ওয়াটের বাল্ভ
    *পানির পাএ
    *তুলা
    *থামোমিটার
    পদ্ধতি:
    ———-

    প্রথমে কাঠের বাক্সের উপরের দিকে বাল্ভ লাগাতে হবে।বাল্ভ এর ঠিক নিচের দিকে পানির পাএ বসাই।পানির পাএের পাশে ডিম রাখি।খড় বা তুলার উপর ডিমগুলো রাখতে হবে।ডিমের ঠিক উপরে কাঠের বাক্সটিতে একটা ফুটো করে সেখানে থামোমিটার ঢুকিয়ে দেই।বাক্সটি ভালভাবে টাইট করে লাগাতে হবে।যেখানে জোড়া বা ছিদ্র রয়েছে সেখানে তুলো দিতে হবে।বাইরের তাপ যাতে ঢুকতে না পারে কোনভাবেই।আবার যদি বাইরের বাতাস ঢুকাতে হয় সেজন্য জোড়াগুলোতে তুলো দিতে হবে।প্রয়োজন অনুযায়ী তুলো খুলে ফেলা যাবে ,আবার জুড়েও দেওয়া যাবে।

    ডিম ঠেকে বাচ্চা ফুটার জন্য ১০৩ ডিগ্রি ফারেনহাইট  এবং ৬০% আপেক্ষিক আদ্রতা দরকার।তাই প্রজেক্ট এই মাপেই তাপমাএা বজাই রাখতে হবে।এই ইনকিউবেটারে ৩টা ডিম ২১ দিনে ফুটানো সম্ভব।তাপমাএা নিয়ন্তণ করতে ইচ্ছা করলে রেগুলেটর ব্যবহার করা যেতে পারে ।বাল্ভের ওয়াট কমিয়ে বাড়িয়ে তাপমাএা নিয়ন্ত্রন করা যাবে।আদ্রতা ঠিক রাখার জন্য পানির পাএে পানি কমাতে বা বাড়াতে হবে।
    কম খরচেই এই ইনকিউবেটার বানানো যাবে।তবে সতক্ ভাবে বানাতে হবে।
    (বি:দ্রঃক্যামেরা নষ্ট থাকার কারনে আমারটার ছবি দিতে পারলাম না)
  • 0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    অবদানকারী

    Blogger দ্বারা পরিচালিত.